জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ তাড়াশের রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকদের উপর আক্রমনাত্বক অকথ্য ভাষায় গালিগালাজ, রাস্তায় প্রাণনাশের হুমকি এবং শিক্ষিকাদের সাথে শ্লীলতাহানীকর জঘন্য আচরনের অভিযোগ উঠেছে তালম ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক উজ্জ্বাল আহমেদের বিরুদ্ধে। এবিষয়ে রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট সহ ১৩জন শিক্ষক-শিক্ষিকা উপজেলা নির্বাহী অফিসার ও তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে উপজেলার তালম ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক উজ্জ্বাল আহমেদ ও তার সন্ত্রাসী বাহিনী রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অফিস কক্ষে এসে সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত) কে.বি.এম আব্দুল মান্নান সহ সকল শিক্ষককে মাদ্রাসার নিয়োগ বিষয়ে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শিক্ষিকাদের সঙ্গে শ্লীলতাহানীকর অবস্থার সৃষ্টি করে। শিক্ষিকার সাথে এরূপ আচারণের কারণে শিক্ষকরা তাকে সংযোত হতে বললে সে শিক্ষকদের প্রাণনাশের হুমকি প্রদান করে। তিনি শিক্ষকদের চাকুরী থেকে বিতারিত করতে সকল প্রকার ক্ষমতা সে ব্যবহার করবে। শিক্ষকরা আরো বলেন, নিয়োগ বিষয়ে জানতে হলে মাদ্রাসার ম্যানেজিং কমিটি সহ শিক্ষা অফিস আছে তাদের কাছে জানতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষকদের সাথে এমন খারাপ আচরণ করায় এর সঠির বিচার দাবি করেন শিক্ষকরা।
তবে অভিযুক্ত উজ্জ্বাল আহমেদ বিষয়টি অস্বীকার করে বলেন, মানুষ মানুষের বিরুদ্ধে অভিযোগ করতেই পারে। আমরা মানুষের সাথে খারাপ আচরণ করার মানুষ না৷
এবিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেওয়ায় অভিযোগ দিয়েছে শিক্ষকরা৷ বিষয়টি তদন্ত করা হবে৷
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।