গত ১৪ মার্চ, ২৪ ইং তারিখে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বনিক বার্তা পত্রিকার অনলাইন ভার্সন, দৈনিক করতোয়া, দৈনিক সকালের সময় সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় প্রচারিত হাকিমপুর সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান শিরোনামে সংবাদ ভিডিও সহকারে প্রকাশিত ও প্রচারিত হয়। যাহা মোটেও সত্য নয়। প্রকৃত ঘটনা হলো, ফয়সাল খান, পিতা মৃত আকরাম হোসেন খান, সাং মধ্যবাসুদেবপুর নামের ব্যক্তি হাকিমপুর সেটেলমেন্ট অফিসে অবৈধ পন্থায় আড়াই শতক জমি নিজ নামে রেকর্ড করে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আমাদের অফিস থেকে ফয়সাল খানের কথা মতো জমি রেকর্ড করে না দেওয়ায় তিনি দুদক দিনাজপুর কার্যালয়ে অত্র অফিসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে দুদকের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর আলমের নেতৃত্বে একটি দল অত্র অফিসে আসেন। তারা ফয়সাল খানের কাগজপত্র দেখে অভিযোগের কোনো ত্রুটি পাননি। তাই আমার অফিসে অভিযান চালনোর মতো কোনো ঘটনা ঘটেনি। কেবলমাত্র একজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কাগজপত্র যাচাই করতে এসেছিলেন। যার কোনো সত্যতা পাননি দুদক কর্মকর্তা ও সহযোগীরা। তাই আমরা হাকিমপুর সেটেলমেন্ট অফিসে কর্মরত স্টাফগণ উক্ত মিথ্যা বৃত্তিহীন বানোয়াট, সাজানো ঘটনাকে সংবাদ হিসেবে প্রকাশ করে অত্র প্রতিষ্ঠান কে হেনস্তা করাই এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
(প্রদীপ কুমার)
সহকারী সেটেলমেন্ট অফিসার (ভারপ্রাপ্ত) হাকিমপুর, দিনাজপুর।