মোকছেদুল ইসলাম, ( পত্নীতলা ) নওগাঁ: নওগাঁর পত্নীতলায় ‘মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো’ স্লোগানে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মার্চ ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মোকছেদুল ইসলাম। পত্নীতলা শাখা কমিটির সদস্য সচিব বিপ্লব সরকার কাজলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল হালিম মন্ডল, দৈনিক জয় সাগর পত্রিকার সম্পাদক-প্রকাশক ও রাজশাহী বিভাগীয় কমিটির সহ.সভাপতি হাসান ইমাম তালুকদার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন। এ সময় বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা, রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন ও মহিলা বিষয়য়ক সম্পাদক শিল্পী আক্তার, নওগাঁ জেলা কমিটির সভাপতি মাহবুব আলম রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী নূরনবী নাইস, নওগাঁ সদর কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ এ.কে.এম ফজলে মাহমুদ, মহাদেবপুর উপজেলা কমিটির সভাপতি আক্কাস আলী, সাপাহার উপজেলা কমিটির সভাপতি তসলিম উদ্দীন, নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম, পত্নীতলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম সহ বিভিন্ন জেলা-উপজেলার সাংবাদিকবৃন্দ ও উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে পত্নীতলা উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।