নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে  মাদক সেবনের অপরাধে দুই ভাইকে  অভিযান চালিয়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গত রবিবার সকালে উপজেলার চককুতুব গ্রামে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে রাণীনগরের ইউএনও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে তাবাসসুম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চককুতুব গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে মো. সেলাইমান (৪৮) ও মো. শাহীন (৪০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তারা দুইভাই বাড়িতে মাদক (হেরোইন) সেবন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চককুতুব গ্রামে তাদের বাড়িতে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় তাদের দুই ভাইকে আটক করা হয়। এ সময় তাদের দুই ভাইকে মাদক সেবনের অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের এসআই আব্দুলাহিল বাকী, সহকারী প্রসিকিউটর মো. সোহেল রানা ও এএসআই আল আমিন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button