আত্রাইয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিকের গণসংযোগ

আত্রাই(নওগাঁ)প্রতিনিধি :আসন্ন নওগাঁর আত্রাই  উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা তরুণ প্রজন্মের আইকন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো.আবু বক্কর সিদ্দিকের নির্বাচনের লক্ষ্যে গণসংযোগ ও মতবিনিয় শুরু করেছেন।
উপজেলার বিভিন্ন  বাজারে তিনি গণসংযোগের মাধ্যমে বিভিন্ন দোকানপাটে গিয়ে ব্যবসায়ীদের নিকট দোয়া চেয়ে শুভেচ্ছা বিনিময় সহ বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিমিময় করেন।
গনসংযোগ কালে তিনি বলেন, আমি যদি আগামী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি তাহলে সুখে দুঃখে সকলের পাশে থাকা সহ বিশেষ করে তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো। যাতে করে এলাকার তরুণ ও যুব সমাজ বেকারত্ব ও মাদকের অভিশাপ থেকে মুক্তি পায়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেকে উপস্থিত ছিলেন।
তিনি আত্রাই উপজেলার বিহারিপুর গ্রামের মৃত আফসার আলী প্রমাণিকের ছেলে ও মৃত আবুল হোসেনের ছোট ভাই।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button