বান্দরবান প্রতিনিধি: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক দ্বিতীয় সর্বোচ্চ সম্মান সূচক পুরস্কার একুশে পদক ২০২৪ এ ভূষিত, আন্তর্জাতিক খ্যাতিমান সাংঘিক ব্যক্তিত্ব,সাংঘিক অধিকার প্রতিষ্ঠার অন্যতম ভিক্ষু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও পলি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক,বহু গ্রন্থপ্রণেতা,জীনামেজু অনাথ আশ্রমে অনাথের পিতা ও কর্মবীর প্রফেসর ড. জিনবোধি মহাথের মহোদয়কে বিশাল গণসংবর্ধনা প্রদান করলো ইয়াংছা জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট।
(২৮ ফেব্রুয়ারী) বুধবার দুপুর ১ঘটিকার সময় জীনামেজু অনাথ আশ্রমের মাঠ প্রাঙ্গণে জীনামেজু অনাথ আশ্রমের মহাপরিচালক উঃ নন্দেমালা ভিক্ষুর সভাপত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ,প্রফেসর ড. জিনবোধি মহাথের।
এসময় আরো উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী,সাংবাদিক রুহুল আমিন,জীনামেজু অনাথ আশ্রমের জমি দাতা মাহবুবুর রহমান,বান্দরবান ভিক্ষু পরিষদের ভিক্ষু মন্ডলী,সাংবাদিকসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বেলা ১২ঘটিকার সময় বিশ্ব শান্তি ও আনন্দ শুভযাত্রা হিসেবে আনন্দ মিছিল শেষে জীনামেজু অনাথ আশ্রমের মাঠ প্রাঙ্গণে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গণসংবর্ধিত অতিথির হাতে জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট এর পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে গনসংবর্ধিত অতিতী প্রফেসর ড. জিনবোধি মহাথের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সেইসাথে তিনি সবসময় জীনামেজু অনাথ আশ্রমসহ জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট এর শিক্ষার্থীর পাশে থাকবেন বলে আশ্বাস দেন।