রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানার শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, আজকের দিনে আমরা যেটা অনুভব করছি, সেটা মনে হচ্ছে এই দিবসটির গুরুত্ব কমে যাচ্ছে। যেকোনো কারণেই হোক এটার গুরুত্ব মনে হচ্ছে কমে যাচ্ছে। যে আবেগটি সবার মধ্যে ছিল, সেটা সেভাবে আর দেখা যাচ্ছে না।
তিনি আরো বলেন, আজকের এই শোক দিবসটি মনে হচ্ছে কেবল যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের মধ্যেই রয়ে গেছে। কিন্তু আমাদের শুধুমাত্র ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যেই এই আবেগটা থাকার কথা ছিল না। সেইদিনের ঘটনায় যতগুলো সশস্ত্র বাহিনীর সদস্যরা নিহত হয়েছেন, তারা সবাই ছিল উদীয়মান, চৌকস, তারা অনেক বেশি অবদান রাখতে পারতো। কিন্তু নির্মম এই ঘটনার মাধ্যমে আমরা তাদেরকে হারিয়েছি। কিন্তু তারপরেও এ দিবসটির গুরুত্ব কমে যাওয়া আমাদের সবার জন্য এটা দুর্ভাগ্যজনক। এই দিবসটির গুরুত্ব বহন করতে হবে, সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এসব শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা চিরজীবী করতে হবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তাদের স্মরণীয় করে রাখতে হবে। এটাই আমাদের প্রত্যাশা।