সিরাজগঞ্জে ১৫কেজি গাঁজাসহ ৪ মাদক   কারবারি আটক 

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) অভিযানে  ১৫কেজি গাজাসহ ৪ মাদক কারবারীকে আটক করা হয়েছে। শনিবার (২৪ফেব্রুয়ারি ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) এর তথ্য ও দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নের্তৃত্বে শনিবার (২৪ ফেব্রুয়ারী)  সাড়ে ১২  ঘটিকার সময়  ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি চলাকালে  পৌরসভাস্থ রহমতগঞ্জ কবরস্থান সংলগ্ন ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা এর সামনে পাকা রাস্তার উপর হইতে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কৃতরা হলেন কুড়িগ্রাম জেলার নাগেস্বরী থানার নাকার গঞাজ এলাকার মৃত হোসেন আলীর ছেলে মোঃ সামসুল ইসলাম (৩২) ও চরভাগীতপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ আব্দুল জব্বার (৩২), সূবর্ণসাড়া গ্রামের মৃত আসমত আলী সরকারের ছেলে মোঃ আব্দুল মালেক (২৫) ও মোঃ মোমিন বাবু (৩০)।  গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button