বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরের প্রানকেন্দ্র বাহুবল বাজারে প্রধান রাস্তাটি কিছু অংশ ঢালাই হিসেবে পুনঃ নির্মাণ হলেও উত্তরের অংশ ঢালাই না হওয়ায় সামান্য বৃষ্টিতে কাঁদায় একাকার হয়ে মানুষ চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। গতকাল বাহুবল বাজারে গেলে এ চিত্র দেখা গেছে। এলাকাবাসী সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করে অবিলম্বে ঢালাই কাজ সম্পন্ন করে জনগণের দুর্ভোগ লাগবের দাবি করছেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রাকিব হাসান এর সাথে কথা বললে তিনি জানান নির্মাণাধীন করাঙ্গী ব্রীজের এপ্রোচ ঢালাই পর্যন্ত আসবে ফলে বাকি অংশ ঢালাই হয়নি। এপ্রোচ এর কাজ সম্পন্ন হলে এ দুর্ভোগ পোহাতে হবে না। সাময়িক দুর্ভোগ নিরসনে করা হবে।
20