দিনাজপুর হিলি প্রতিনিধি: হাকিমপুর উপজেলার ইউনাইটেড রাইসমিলে ডাকাতি মামলায় দিনাজপুর জেলার বিভিন্ন স্থান হতে কুখ্যাত ডাকাত চক্রের সক্রিয় সদস্যদের দেশীয় অস্ত্রসস্ত্র, ডাকাতি সংগঠনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার সহ ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত আসামীদের সনাক্ত ও গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার ২২ ফেব্রয়ারি বেলা ১১টায় দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান।
তিনি জানান, গত ১৫ তারিখ রাত আনুমানিক ২ ঘটিকায় হাকিমপুর থানাধীন বাসুদেবপুর এলাকায় শ্রী গণেশ প্রসাদ সাহার ইউনাইটেড রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়। উক্ত ডাকাতির ঘটনায় হাকিমপুর থানার মামলা নং-১৩, তারিখ- ১৭/০২/২০২৪ আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ও পুষ্ঠিত মালামাল উদ্ধারের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম মহোদয়ের সরাসরি দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার জনাব, আব্দুল্লাহ-আল-মাসুম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব, শেখ মোঃ জিন্নাহ আল মামুন এর সমন্বিত পরিকল্পনায় সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) জনাব, মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ দুলাল হোসেন, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব, মোঃ সোহেল রানা, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সাদ্দাম হোসেন, কোতয়ালী থানার এসআই(নিঃ) মোঃ নূর আলম ও সঙ্গীয় অফিসার ফোর্সের অংশগ্রহণে, হাকিমপুর থানা, কোতয়ালী থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে ২টি অভিযানিক টিম টানা অভিযান পরিচালনা করে ২২ তারিখ রাত্রীতে দিনাজপুর জেলার খানসামা থানা এলাকা হতে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং উক্ত ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী ডাকাত সরদার মোঃ আব্দুর রহিম ( পোড়া রহিম (৬৮), হাকিমপুর পৌরসভাস্থ মধ্যবাসুদেবপুর এলাকা হতে সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য মোঃ আলিম হোসেন (৪০) সহ কোতয়ালী, ফুলবাড়ী ও চিরিরবন্দর থানার বিভিন্ন স্থান হতে ৬ জন আন্তঃজেলা ডাকাত সদস্যদের গ্রেফতার করা হয়। ডাকাতি সংগঠনের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র সহ লুষ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ আব্দুর রহিম ২। মোঃ শামিম পবন ৩। মোঃ আব্দুস সোহাগ ৪। মোঃ আলিম হোসেন ৫। মোঃ ফরিদুল ইসলাম মাসুয়া ৬। মোঃ বকুল হোসেন
গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও আলামত হিসা ৩টি বাটন মোবাইল নগদ অর্থ উদ্ধার করা হয়। বাকি ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে। এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।