মহাদেবপুরে এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তীকে সংর্বধনা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ ডাক বিভাগের অবিভাগীয় কর্মচারীদের পক্ষ থেকে নব নির্বাচিত এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মহাদেবপুর ডিজিটাল ডাকঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পোস্ট মাষ্টার মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, মুহা: মাহবুবুর রহমান ধলু, থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন। মহিষবাথান পোস্ট অফিসের পোস্ট মাষ্টার ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাহলী পোস্ট অফিসের পোস্ট মাষ্টার হিমান চন্দ্র বর্মন, পোস্টম্যান মো. মামুন হোসেন, শাহিনুর ইসলাম প্রমূখ। বক্তারা উপজেলা ডাকঘরের বেহাল দশা, তাদের মানবেতর জীবন যাপন নিরসনে বিভিন্ন দাবী তুলে ধরেন। এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী তার বক্তব্যে মহাদেবপুর ডিজিটাল ডাকঘর নির্মাণসহ বিভিন্ন দাবী পুরণের আশ্বাস দেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button