এক এক্সএল মডেলকে নিয়ে ছবির চিত্রনাট্য। সেই মডেলের চরিত্রে অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী ও তার স্বামীর চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। ছবির প্রসঙ্গ বডি শেমিং। প্রোমোতে দেখা গেছে একটি বডি হাগিং লং ড্রেস দেখছেন আবীর ও ঋতাভরী। সেই ড্রেস দেখতে দেখতেই তারা বলছেন, বোতল থেকে ম্যানিকুইন সবেরি সাইজ ৩৬-২৪-৩৬। এরপরই দেখা যায় চেহারায় একটু স্বাস্থ্যবতী ঋতাভরী বলছেন, তাহলে তিনি কে? নিজেই উত্তর দিলেন তিনি ফাটাফাটি।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় নিবেদিত এ ছবির প্রোমোতেই ঋতাভরী জানান, খুব শিগগির পর্দায় আসছেন তারা। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন, সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। ছবি নিয়ে ঋতাভরী বলেন, ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি নিয়ে আমি খুব গর্বিত কারণ এই ছবিটা সমাজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছে। ফের এই টিমের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। আমার কাছে এটা ঘরে ফেরা।’
আর আবীর জানান, ‘সিনেমা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, আমরা অভিনেতারা এর মাধ্যমে অনেক কথাই বলতে পারি আবার এন্টারটেইনও করতে পারি। ফাটাফাটি ছবিটা এই দুটি বিষয়কেই ব্যাল্যান্স করে চলছে।’