উপজেলা চেয়ারম্যান হিসেবে মমতাজ বেগম কে দেখতে চাই: আত্রাইবাসী

আত্রাই নওগাঁ সংবাদদাতা: সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে রবরব উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে। নির্বাচন বিশ্লেষক ও রাজনীতিবিদরা মনে করেন হয়তো আগামী মাসেই ঘোষণা করা হবে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল। দেশের প্রতিটি উপজেলার ন্যায় বৃহত্তর নওগাঁর আত্রাইয়েও অনুষ্ঠিত হবে এই নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে কিছুটা প্রচারণা চালিয়ে যাচ্ছে সম্ভব্য প্রার্থীরা। এদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে থাকা মমতাজ বেগম উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হবার মৌন ঘোষণা দিয়েছেন পাঁচুপুর
ইউনিয়নের বাসিন্দা ও নারী নেত্রী  মমতাজ বেগম। তিনি ক্ষমতাশীন আওয়ামী লীগের উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে অধিষ্ঠ আছেন । এ বিষয় মমতাজ বেগম বলেন,, আমি রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। এই রাজনীতি থেকে নিজের জন্য চাওয়া পাওয়ার কিছু নেই। যেই মানুষের জন্য রাজনীতি করি তারা যদি মনে করে আমাকে দিয়ে উন্নয়ন করা সম্ভব তাহলে প্রার্থী হতে আমার কোন আপত্তি নাই। অনেকেই নির্বাচনের আগে উন্নয়নের বানী শোনায় কিন্তু নির্বাচন শেষে সেটা ভুলে যায়। আমি ব্যক্তিগত ভাবে কোন প্রতিশ্রুতির বুলি দিতে চাই না শুধু কাজে প্রমাণ করবো ইনশাআল্লাহ। এছাড়াও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে মমতাজ বেগমের পক্ষে জোর প্রচারণা চালাচ্ছে তার কর্মীরা। এ বিষয় আত্রাই উপজেলা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা বলেন,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম একজন ত্যাগী নেত্রী। তিনি ছাত্র জীবন থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। অবহেলিত আত্রাই উপজেলার উন্নয়নে তার মতো কর্মীবান্ধব নেত্রীকে আমরা উপজেলাবাসী ভাইস চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button