জোরারগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মিরসরাই, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে ৫০০ পিস ইয়াবাসহ মোঃ শামসুল আলম (১৯) একজন গ্রেপ্তার(৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শামসুল আলম উখিয়া উপজেলার কুতুপালং ডি ব্লক ২ এর মোঃ সৈয়দের ছেলে।
সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার পুলিশ বক্সের সামনে থেকে আটক করা হয়েছে।

এ জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক প্রদীপ দত্ত জানান, পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুল হালিমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৫০০(পাঁচশত) পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে তার সাথে থাকা ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেট যার বাজারমূল্য অনুমান এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন এসআই (নি:) বলেন, ধৃত শামসুল আলমকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬/১ ধারায় জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে যার নং-১৮ ।

 

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button