সৎ ব্যবসায়ীদের প্রণোদনা, অসৎদের বিরুদ্ধে কঠোর হতে হবে: এনবিআরকে অর্থমন্ত্রী 

শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনার তিনি এ কথা বলেন। এনবিআর আয়োজিত ওই সেমিনারে সংস্থাটির সিনিয়র অফিসার ছাড়াও ব্যবসায়ী প্রতিনিধরা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বাণিজ্যের আড়ালে অর্পাচার রোধ করা কাস্টমসের দায়িত্ব।’ একইসঙ্গে বাণিজ্য সহজ করতে এনবিআরকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাণিজ্য সহজ করা ছাড়া ব্যবসার ব্যয় ও সময় কমিয়ে আনা সম্ভব নয়।’

আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যয় ও সময় কমিয়ে আনতে এনবিআরকে পূর্ণাঙ্গ অটোমেশনে নজর দেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীমের সভাপতিত্বে সেমিনারে এনবিআর সদস্য মাসুদ সাদিক মূল নোট পেপার উপস্থাপনা করেন।

অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির এনবিআরকে কার্যকর অটোমেশন করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘৭ বছর আগে আমারর প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) হিসেবে স্বীকৃতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। এছাড়া বন্দরে কাস্টমস কর্তৃক বিভিন্ন অসংগতি তুলে ধরেন তিনি।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button