মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া খাসমহল লতিফ ইনস্টিটিউশন এর নবনির্বাচিত এডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ আশরাফুর রহমানকে স্কুলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সুজিত বিশ্বাস এর সঞ্চালনায় শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি ও প্রধান অতিথি জনাব মোঃ আশরাফুর রহমান তার বক্তব্যকালে বলেন তিনি এই স্কুলের ছাত্র হিসেবে গর্বিত তাই তিনি তার প্রাণের স্কুলকে ঢেলে সাজানো প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি কামাল খান,অভিভাবক সদস্য নাসিমা বেগম,বক্তব্য রাখেন প্রতিষ্ঠানে’র সহকারি শিক্ষক মোঃ এনামুল হক রাসেল,রাজ্যেশ্বর হাওলাদার,নুর হোসেন হাওলাদার,হেলেনা আক্তার প্রমূখ।