বিএনপি পেট্রল বোমার রাজনীতি করে -শাজাহান খান এমপি

মাদারীপুর প্রতিনিধি: আওয়ামীলীগ করে গণতন্ত্রের আন্দোলন। আর বিএনপি করে পেট্রল বোমার রাজনীতি, পেট্রল বোমার গণতন্ত্র। পেট্রল দিয়ে যানবাহন পোড়ানো, বাস পোড়ানো, রেল পোড়ানোসহ মানুষ পোড়ানোর গণতন্ত্র বিএনপি প্রতিষ্ঠা করার চেষ্টা করে। শনিবার সকালে মাদারীপুর প্রেসক্লাবে শীতার্থ-অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি এ কথা বলেন। এ সময় প্রেসক্লাবের আয়োজনে দুস্থ্য ও শীতার্থদের মধ্যে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।
মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় ছিলেন, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামীলীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে, ততোবারই দেশের মানুষের কল্যাণে কাজ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসায় দেশের নিন্ম আয়ের মানুষকে বিভিন্নভাবে সকল প্রকার সহযোগিতা করে যাচ্ছেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button