
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে বই উৎসবের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।
বি এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরায়া পারভীনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বই উৎসবে অংশ নেয়। প্রথম দিনে এই বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ২৪০জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। সরকারি ও বেসরকারি মিলিয়ে জেলায় ৪৪৯টি বিদ্যালয়ে ৮০ হাজার ৬৭৫ জন শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৩৭ হাজার ৯১টি বই বিতরণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।




