নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে গত কয়েক দিন ধরে প্রচণ্ড ঠাণ্ড আর তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রার অবনতি আর হাড় কাঁপানো শীতে অসহায় মানুষের স্বাভাবিক জীবন বিপর্যস্ত। আর ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। ঠাণ্ড জনিত রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক এবং শিশুরা।
কুয়াশায় আচ্ছন্ন সমগ্র জেলা, দিনে কয়েক ঘণ্টায়ও সূর্যের দেখা মিলছে না। গত কয়েক দিন ধরে রাত-দিনে কুয়াশাচ্ছন্ন থাকছে সমগ্র জেলা, কুয়াশার আড়ালে সূর্য লুকিয়ে থাকে। হাড় পাঁকানো শীতের প্রকোপ থেকে বাঁচতে মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
1