আবু রায়হান সরকার, নোয়াখালী: নোয়াখালীতে তীব্র শীতে গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। শীতে কষ্টে থাকা গরীব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নোয়াখালী প্রেসক্লাব।
বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক নারী, পুরুষ ও শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু মুরালের সামনে নোয়াখালী প্রেসক্লাব সভাপতি বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এসব কম্বল তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সহসভাপতি মো. মাসুদ পারভেজ, শাহ এমরান সুজন, জামাল হোসেন বিষাদ, আকবর হোসেন সোহাগ, গাজী মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, ইকবাল হোসেন সুমন।