সুন্দরবনের বাঘের সাথে লড়াই, অবশেষে প্রাণে বেঁচে বাড়ি ফিরলেন রেজাউল 

জাফর ইকবাল অপুঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের সাথে রীতিমতো লড়াই করে প্রাণে বেঁচে বাড়িতে ফিরলেন রেজাউল ইসলাম পাইক নামের এক ব্যক্তি। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দরবনের ছবেদ আলীর খাল নামক স্থানে তিনি বাঘের আক্রমণে গুরুতর আহত হন। আহত মোঃ রেজাউল ইসলাম পাইক (৪৮) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালি গ্রামের মৃত সুরোত পাইকের ছেলে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অনুমতি (পাস পারমিট) না নিয়েই রেজাউল পাইক শনিবার সকালে সুন্দরবনের ট্যাংরাখালী থেকে এক কিলোমিটার পূর্ব পাশে ছবেদ আলীর খাল নামক স্থানে তার বাড়ির জন্য জ্বালানি কাঠ আনতে যান। একপর্যায়ে দুপুর ১২টার দিকে তাকে একা পেয়ে একটি বাঘ তার উপর হামলে পড়ে এবং গলায় কামড় দেয়। এ সময় তিনি প্রাণপণ চেষ্টা করে বাঘের সাথে লড়াই শুরু করেন। একপর্যায়ে তার কাছে থাকা দা দিয়ে বাঘের মুখে কোপ দিলে বাঘ তাকে ছেড়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় সেখান থেকে তিনি কোন রকমে প্রাণে বেঁচে নিজে নিজেই বাড়িতে ফিরে আসেন। আহত রেজাউল শ্রবন প্রতিবন্ধী বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি আরো জানান আহত রেজাউল ইসলাম পাইক বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button