অনলাইন ডেস্ক: ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী ৫ বছরে আইসিটি সেক্টর থেকে রফতানি আয় ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে। সেই সঙ্গে নতুন ১০ লাখ লোকের কর্মসংস্থান ও এক বিলিয়ন ডলার নতুন বিনিয়োগ আকর্ষণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির সোলারিজ ভবনে ওই সিটিতে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, বিনিয়োগকারী সেবায় হাইটেক সিটির ভিতর ওয়ান স্টপ সেবা দেয়ার পরিকল্পনা নেয়া হচ্ছে। মতবিনিময় সভায় বিনিয়োগকারীদের তুলে সুপারিশ ও মতামত বাস্তবায়নে কাজ করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন।
মতবিনিময় সভায় ৮২টি প্রতিষ্ঠানের ৩০০ বিনিয়োগকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইসিটি সচিব বিনোয়োগকারীদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক গবেষণাগার নির্মাণের অনুরোধ জানান
এর আগে প্রতিমন্ত্রী হাইটেক পার্কের স্মার্ট ল্যাপটপ অ্যাসেম্বলি, ড্যাফোডিল কম্পিউটার অ্যাসেম্বলি, ফাইবার অপটিক ক্যাবল ইন্ডাস্ট্রি, হুন্দাই গাড়ি উৎপাদন কারখানা, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানকার কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ হাইটেক পার্ক বঙ্গবন্ধু হাই-টেক সিটি। এই পার্কটিতে বর্তমানে ৮২টি প্রতিষ্ঠানের নামে জমি বরাদ্দ করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে এখানে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ সম্ভাবনা সৃষ্টি হয়েছে।