জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ : গ্যাস সঞ্চালন লাইন সংস্কারের জন্য সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ৩০ ইঞ্চি ব্যাসের ১.৩২ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপনের জন্য টাই-ইন/হক-আপ কার্যক্রম ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে সম্পন্ন হবে।
এ কার্যক্রম চলাকালে পিজিসিএল অধিক্ষেত্রাধীন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।