হিলি দিনাজপুর প্রতিনিধি: রবিবার ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস উপলক্ষে সরকারী ছুটি থাকায় দেশের বৃহত্তম দিনাজপুরের হিলি স্থল বন্দরে ভারত ও বাংলাদেশের মধ্যে পন্য আমদানি -রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। একই ভাবে পনামা হিলি পোর্ট লিঙ্ক লিমিটেড বন্দর অভ্যন্তরে পন্য লোড আনলোড সহ সকল ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ।
বাংলা হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস উপলক্ষে রবিবার ১৭ মার্চ সরকারি ছুটি। কাজেই সকাল থেকে এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি সহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল ১৮ মার্চ সোমবার সকাল থেকে আমদানি রপ্তানি সহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হবে।
এদিকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্ট ধারী যাত্রীরা স্বাভাবিক যাতায়াত করছেন বলে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরা