হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন সহকারী হাইকমিশনার

দিনাজপুর হিলি প্রতিনিধি: হিলি স্থলবন্দর পরিদর্শন ও ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে গাড়ি যোগে হিলি ডাকবাংলোতে পৌঁছান তিনি। এসময়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন ও হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।
পরে সেখানে হিলি-তুরা করিডোর বাস্তবায়ন কমিটির সাথে বৈঠক করেন তিনি। এরপর হিলি সীমান্তের শূণ্য রেখা পরিদর্শন শেষে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের হলরুমে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,দিনাজপুর চেম্বার অফ কর্মাস এর সভাপতি রেজা হুমায়ন ফারুক চৌধুরী,হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা,ভারত হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং ফরওয়ার্ডি এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আলা উদ্দিন মন্ডল,সহ-সভাপতি শ্রী রাজেশ আগারওয়ালা পাপ্পু,হিলি-তুরা করিডোর বাস্তবায়ন কমিটির আহবায়ক ডা: নব কুমার দাস ও হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় ভারত থেকে পণ্য আমদানি ও রফতানির অসুবিধার কথাগুলো তুলে ধরেন বাংলাদেশি ব্যবসায়ীরা।
ভারতীয় সহকারী হাই কমিশনার বলেন,ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের। এ সম্পর্ক দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। আজকে হিলিতে এসে অনেক ভালো লাগল।ব্যবসায়ীদের কথা শুনেছি। তাদের সমস্যার বিষয়ে ভারতের ইমিগ্রেশন কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button