হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর হিলি প্রতিনিধি: মুসলিম সম্প্রদায়ের পবিত্র শবে বরাতে সরকারি ছুটি থাকায় একদিন দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত  জানান, সোমবার (২৬ ফেব্রয়ারি) পবিত্র শবে বরাত উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় একদিন আমদানি-রপ্তানি বন্ধ রয়রছেএবং আগামী কাল  মঙ্গলবার  (২৭ ফেব্রয়ারি) থেকে আমদানি-রপ্তানি যথারীতি চালু হবে।

হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, শবে বরাত উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক আছে ।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button