হিলি সীমান্তে এপার বাংলা ওপার বাংলার পুষ্পস্তবক বিনিময়

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিলি সীমান্তের জিরো পয়েন্টে এপার বাংলা ওপার বাংলার পুষ্পস্তবক  বিনিময় করেন।

২১ ফেব্রয়ারি বুধবার বেলা ১১টায় হিলি সীমান্তের জিরো পয়েন্টে ভারত ও বাংলাদেশের সম্পর্ক  সম্প্রীতি সৌহার্দ্য  উন্নয়নে পুষ্পস্তবক বিনিময় হয়েছে । হাকিমপুর প্রেসক্লাবের  মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন ১৯৯৯ সালে জাতিসংঘের ইউনেস্কো বিভাগ আমাদের মাতৃভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে তারি আলোকে আমরা ২০১৫ সাল থেকে খুব জাঁকজমক ভাবে এপার বাংলা ওপার বাংলার আয়োজনে প্রতি বছর  উদযাপন হয়ে আসছে।সেই  ধারাবাহিকতায় আজও উদযাপন করা হচ্ছে আগামীতে আরো বড় আয়োজনের করার চেষ্টা করবেন।  এ সময় উপস্থিত ছিলেন ভারতের সুরুজ, সম্পাদক  উৎজিবন সোসাইটি, নব কুমার দাস, বালুঘাট বি এড কলেজ,সহ অন্যান্যরা বাংলাদেশের ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মেয়র জামিল হোসেন চলন্ত, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছদরুল ইসলাম, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ লিয়াকত আলী, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ সহ অন্যান্যরা।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button