হিলি দিনাজপুর প্রতিনিধি: হিলিতে নবারুণ পাঠাগার ও ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
সোমবার ১৯ ফেব্রয়ারি রাত ৮০.০০ ঘটিকায় হাকিমপুর পৌরসভার আয়োজনে নবারুন পাঠাগার ও ক্লাবের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সূবর্ন জয়ন্তী উৎযাপন উপলক্ষে নবারুন ক্লাব মাঠে খেলার উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
এই সময় উপস্থিত ছিলেন , শাহিনুর রেজা শাহিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, জামিল হোসেন চলন্ত পৌর মেয়র, মিনহাজুল ইসলাম লিটন, প্যানেল মেয়র, বাবু মল্লিক সহ সভাপতি হাকিমপুর উপজেলা আওয়ামী লীগ, মোঃ কাহের উদ্দিন সাধারণ সম্পাদক হাকিমপুর উপজেলা ক্রিড়া সংস্থা, নাসিম আহম্মেদ টুকু সাধারণ সম্পাদক হাকিমপুর পৌর আওয়ামী লীগ, মোঃ জাহিদুল ইসলাম সভাপতি, হাকিমপুর প্রেসক্লাব, মোঃ আনোয়ারহোসেন বুলু সাধারণ সম্পাদক হাকিমপুর প্রেসক্লাব, হাকিমপুর পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা কর্মচারী, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।
হাকিমপুর মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এ নয়টি দলের অংগ্রহণে খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে খেলায় অংশ গ্রহণ করেন হাকিমপুর পৌরসভার তিন নম্বার ওয়ার্ড ও হাকিমপুর পৌরসভার পাঁচ নম্বার ওয়ার্ডের খেলোয়াড়েরা ।