হিলিতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে

নুরুজ্জামান হোসেন হিলি  থেকে :পবিত্র মাহে  রমজান উপলক্ষে অত্যাবশকীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে বাজার  উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বুধবার (৩ এপ্রিল) হাকিমপুর উপজেলার বাংলা হিলি বাজারে উপজেলা প্রশাসনের  উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিনের নেতৃত্বে হাকিমপুর থানা  পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় বিভিন্ন পণ্যের মূল্য তালিকা যথাযথ না থাকায় চারটি মামলায় ৪হাজার ৫ শত টাকা জরিমানা ও আদায় করা হয়। এছাড়াও বিভিন্ন দোকানদার ও বিক্রেতাদের যথাযথ মূল্য তালিকা রাখার জন্য নির্দেশনা দেয়া হয়, ওজন পরিমাপক যন্ত্র পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।

এদিকে অভিযান পরিচালনাকালে বাংলা হিলি খাসমহল হাট ও বাজার ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন  উপস্হিত ছিলেন

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button