বুধবার (৭ মার্চ ) বিকেলে হিলি বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি দোকানে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে যা তিন চার দিন আগেও বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ কেজি দরে। কেজিতে কমেছে ৩০ টাকা।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মাসুদ নামের একজন ক্রেতা বলেন, ‘হঠাৎ করেই বাজারে পেঁয়াজের দাম বাড়ে আবার কমে এতে করে আমাদের বাজার করতে সমস্যা হয়। কয়েক দিন আগে ১১০ টাকা কেজি দরে কিনেছি আজকে কিছুটা দাম কমেছে আজ কিনলাম ৮০ টাকা কেজি দরে। নিয়মিত বাজার মনিটরিং করলে দাম আরও কমে আসবে।’
হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতা মঈনুল হোসেন বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের চাহিদা বেশ রয়েছে। যে কারণে পাবনা ও সিরাজগঞ্জ থেকে দেশি পেঁয়াজ কিনে এনে আমরা বিক্রি করি। তবে কয়েকদিন থেকে আড়তে পেঁয়াজের সরবরাহ কম থাকার কারণে দামটি বেশি ছিল ভারত থেকে পিয়াজ আমদানি শুরু হচ্ছে এই খবরে আড়তে সরবরাহ বাড়ার কারণে পেঁয়াজের দাম কমেছে। আমরা পেঁয়াজ কম দামে কিনতে পারছি তাই কম দামে বিক্রি করতেছি।