হিলি প্রতিনিধি : “প্রানি সম্পদে ভরবে দেশে গড়ব স্মার্ট বাংলাদেশ ’’ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কতৃক প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলাপরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ।
সভা শেষে তারা প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং খামারিদের সঙ্গে কথা বলেন। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা ৪০টি স্টলে তাদের খামারের প্রাণীগুলো প্রদর্শন করেন। মেলা সকাল থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
পরে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাসরিন নাহার, উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ হাকিমপুর থানার অসি তদন্ত জাহাঙ্গীর হোসেন সহ অনেকে।