দিনাজপুর হিলি প্রতিনিধি: হিলিতে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুুতি সভা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার কক্ষে এই প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুুতি সভায় সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় ।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বোয়ালদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদরুল ইসলাম , হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বেলাল হোসেন, , কৃষি অফিসার আরজেনা বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান উপজেলা সহকারি শিক্ষা অফিসার হারুনুর রশিদ , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লতিফ মাষ্টার উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক কাহের মন্ডল হাকিমপুর উপজেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।