হিলিতে আমদানি রপ্তানি  স্বাভাবিক

নুরুজ্জামান হোসেন হিলি থেকে : আজ সোমবার  (১৮মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একদিন বন্ধের পর শুরু হয়েছে সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম। ফলে এক দিন পর পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া শুরু হয়েছে ।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, সারা দেশে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে।সরকারি ছুটি শেষ আজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু করার  সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আমদানি রপ্তানি শুরু করার  বিষয়টি ভারতের ব্যবসায়ীদের ইতোমধ্যে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। আজ সোমবার সকাল থেকে পুনরায় শুরু হয়েছে  বন্দরের সব কার্যক্রম।

হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের  জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ জানান, গতকাল  সরকারি ছুটি হওয়ায় বন্দরের অভ্যন্তরে পণ্য উঠা-নামাসহ সব কার্যক্রম বন্ধ ছিল আজকে  যেসব ভারতীয় ট্রাক পণ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেসব ট্রাকের পণ্যের সোমবার সকাল থেকে পন্য খালাস কার্যক্রম শুরু হয়েছে ।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button