
মোঃশাহানজিদ উদ্দিন সোহান ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৩নং তাহেরহুদা ইউনিয়নের রামনগর গ্রামে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে বাবা(ছমির) তার ছেলে (নাজমুল)কে তার সংসার চালানোর জন্য একটি পাখি ভ্যান কিনে দেয় কিন্তু ছেলে(নাজমুল )সেই পাখি ভ্যান গোপনে বিক্রি করে দেয় এবং ভ্যান বিক্রয়ের টাকা দিয়ে মাদক দ্রব্য কেনে এবং তা সেবন করে।
বাবা (জমির)কষ্টে অর্জিত টাকার বিক্রির কথা জানতে পেরে ২৫-০৭-২৫ ইং তারিখ দুপুর বেলা ভবানীপুর বটতলা নামক বাজারে ছেলে(নাজমুলের)কাছে যায় এবং জিজ্ঞাসা করে এবং কোন কিছু বুঝে ওঠার আগেই (নাজমুল)তার বাবাকে হাতে থাকা ভ্যানের চেইন দিয়ে মারধর শুরু করে করে এবং গুরুতর আহত করে।
পাশে থাকা স্থানীয় লোকজন দৌড়ে এসে (নাজমুলের হাত থেকে তার বাবাকে উদ্ধার করে এবং হরিণা কুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
বর্তমান (নায়েব)আলী হাসপাতালে ভর্তি এবং তার চিকিৎসা চলছে।
এলাকাবাসী জানায় ঐ ছেলে একটা নেশাগ্রস্ত মানুষ বাবাকে আঘাত করার জন্য (নাজমুলকে) কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক।
নাঈম বর্তমান থানা হাজতে আছে।