বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ থেকে।। হবিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে নানান কর্মসূচির মাধ্যমে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয় করা হয়। জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানা এর সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির,এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম,পুলিশ সুপার আখতার হোসেন,অধ্যক্ষ, বৃন্দাবন সরকারি কলেজ প্রফেসর সৈয়দ মোহাম্মদ ছগীর, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ শওকত হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সাদিকুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) প্রিয়াংকা পাল প্রমুখ।
26