সুনামগঞ্জে পাটলাই নদীর খনন কাজ বন্ধের দাবি

সুনামগঞ্জ  সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মহালিয়া এবং গুরমার হাওর বাঁচাতে পাটলাই নদীর খনন কাজ বন্ধের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার তাহিরপুর উপজেলার সুলেমানপুর বাজারে  এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

তাহিরপুর উপজেলার ২ নং দক্ষিণ শ্রীপুর  ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রফের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য সিরাজুল হকের সঞ্চলনায় বক্তব্য রাখেন মাওলানা এনামুল হক,সাবেক ইউপি সদস্য আলকাছ উদ্দিন,জুনায়ে আহমদ, সিব্বির আহমদ, রফিক উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, এই নদী খনন করা হচ্ছে না, নদীর পাড়ে বসবাসরত মানুষের ঘর-বাড়ি ও ফসলি জমি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। নদী খননের মাধ্যমে হুমকির মুখে পড়ছে আমাদের মতো অসহায় কৃষকদের শত শত হেক্টর ফসলি জমি। আমরা এই নদী খননের কাজ বন্ধের দাবি জানাই, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button