বিশেষ প্রতিনিধি।। বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট কর্তৃক আয়োজিত সিলেট বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলা মোট ৩৯ টি পুরষ্কারের মধ্যে ৯টিতে ১ম পুরষ্কার সহ ২৪ পেয়ে হবিগঞ্জ জেলা টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে।২৪ ফেব্রুয়ারী সিলেট জেলার আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, সিলেট আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।হবিগঞ্জ জেলার পক্ষ থেকে হবিগঞ্জের জেলা প্রশাসক নিলুফা সুলতানা ও রার্নাসআপ দলের নেতা পুরষ্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারবৃন্দ ও জেলা প্রশাসকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও অন্যান্য সুধীজন।
12