জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে শাহজাদপুর থেকে ৫৪ গ্রাম হিরোইনসহ এক নারী মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
র্যাব-১২ সদর কোম্পানির অধিনায়ক মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন
সিরাজগঞ্জ র্যাব-১২” র অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, এর দিকনির্দেশনায় (১৪মে) দুপুর দুইটার দিকে র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন গাড়াদহ এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৪ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি হলেন।
শাহজাদপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের মোঃ জালাল শেখের স্ত্রী মোছাঃ মমতাজ বেগম (৪০)।
এসময় তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল, ১টি সিম কার্ড এবং হেরোইন বিক্রয়ের নগদ ৮০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।