সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন নির্বাচনে কালো টাকার ছড়াছড়ির প্রমাণ পেলে তার প্রার্থীতা বাতিল করা হবে।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের প্রার্থী,আইনশৃঙ্খলা বাহিনী ও প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জীপ গাড়ি প্রতিকের প্রার্থী শামিম তালুকদার ঘোড়া প্রতিকের প্রার্থী মোকবুল হোসেন মুকুলের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগের সূত্র ধরে এ হুশিয়ারী দেন। তিনি আরও বলেন আচরণ বিধি না মেনে নির্বাচনের ব্যতয় করলে যে কোন মুহুর্তে নিবার্চন বন্ধ করে দেয়া হবে।
জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ আরিফুর রহমাম মন্ডল, আঞ্চলিক নির্বাচন অফিসার দেওয়ার হেসেন, জেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম সহ ৬ জন চেয়ারম্যান প্রার্থী বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তার উপস্থিত ছিলেন।
আগামী ৯ মার্চ সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার মোট ৭টি পৌরসভা ৯টি উপজেলা পরিষদ ৮৩ টি ইউনিয়নের মোট ১১শ ৯৬ জন মেয়র চেয়ারম্যান ও মেম্বরগণ ইভিএম পদ্ধতিতে সকাল ৮ থেকে বেলা ২ টা পর্যন্ত ভোট প্রয়োগের সুযোগ পাবেন।
উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য চেয়ারম্যান পদ থেকে আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।