জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগা ট্রাক। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভোজ্য তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এর হেলপার বাবু মুন্সি (২৮) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ৮টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দাবিরগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত হেলপার বাবু মুন্সি নাটোর জেলা সদরের আব্দুস সালামের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল ওয়াদুদ বলেন, সকালে ভোজ্য তেল বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দাবিরগঞ্জে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি রাস্তার পাশে গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার বাবু মুন্সি নিহত হন। ট্রাক ও মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।