সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদরে সাধারণ মানুষকে নানা কৌশলে ফাদে ফেলে ছিনতাই করা চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২। শনিবার (২ মার্চ) দিবাগত রাত ৮ টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার মাসুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- একই উপজেলার ধীতপুর আলাল গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে কামরুল ইসলাম হাসান (২২), সিরাজগঞ্জ পৌরসভার সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি এলাকার সোহেল শেখের ছেলে ইমরান শেখ (৩২), সয়াধানগড়া মহল্লার মৃত আব্দুল মজিদের ছেলে ইনসান শেখ (২০), মৃত আবুল হোসেনের ছেলে মুন্না শেখ (২৭) ও দিয়ারধানগড়া মহল্লার মৃত জয়নালের স্ত্রী মুক্তি বেগম (৫০)।
রোববার (৩ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসন বিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়- আসামিরা জেলায় ভাড়ায় চালিত অটোরিকশা ও সিএনজিকে টার্গেট করে সাধারণ মানুষকে নানা কৌশলে ফাঁদে ফেলে ছিনতাই করে আসছিল। এতে তারা ভুক্তভোগীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন। এ সময় তাদের সাথে থাকা ৮ টি মোবাইল ও নগদ ৯ হাজার টাকা জব্দ করা হয়।