জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সয়াধানগড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের মূলহোতাসহ ২ জনকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত ৮টায় তাদের আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার মিডিয়া কর্মকর্তা র্যাব-১২ উসমান গণি জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাংবাদিক হামিদের ভাগ্নে রানা ও ঐশ্বর্যের ঝগড়া হয়। পরবর্তীতে বুধবার দুপুরের দিকে সয়াধানগড়া মহল্লার কিশোর গ্যাংয়ের লিডার কামাল হোসেনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের দল সাংবাদিক হামিদের বাড়িতে হামলা চালায়। এতে তার স্ত্রী সাফিয়া, বোন বীর মুক্তিযোদ্ধা রাহেলা খাতুন ও বীর মুক্তিযোদ্ধা মাহেলা বেগম এগিয়ে এলে তাদেরও মারপিট করে। এ ঘটনায় আব্দুল হামিদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা তয়করে।
আটক কামাল সিরাজগঞ্জ সদর থানার সয়াধানগড়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। অপরজন একই এলাকার ইমরান।