সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে সিএনজি – মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত এক ব্যাক্তি নিহত হয়েছে । বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল ৭ টা দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের সিরাজগঞ্জে – এনায়েতপুর আঞ্চলিক সড়কের রাজাপুর অংশে এ ঘটনা ঘটে। সংবাদটি লেখা পর্যন্ত নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।এঘটনার সত্যতা নিশ্চিত করেছে বেলকুচি থানা পুলিশ উপ-পরিদর্শক হাসানুর রহমান।
বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল বারিক জানান, রাজাপুর এলাকায় সকালে সি এন জি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি সিএনজি সহ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি। মাইক্রোবাসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় আটক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।