সিরাজগঞ্জের জনতা ব্যাংকের ৫ কোটি ২২ লক্ষ টাকা গড়মিল,  ৩ কর্মকর্তা আটক

জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে জনতা ব্যাংকের তামাই শাখা থেকে ৫ কোটি ২২ লক্ষ টাকার হিসেব গড়মিলের  ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ মার্চ) দুপুরে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, রোববার (২৪ মার্চ) রাতে জনতা ব্যাংক তামাই শাখা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জনতা ব্যাংক তামাই শাখার ব্যবস্থাপক আল আমিন শেখ (৪২),  সহকারী শাখা ব্যবস্থাপক রেজাউল করিম (৩৪) ও ব্যাংক কর্মকর্তা  রাশেদুল হাসান (৩৪)।
জনতা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জের  ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম জানান,  জনতা ব্যাংক তামাই শাখা ক্যাশ লেনদেনে সন্দেহ পরিলক্ষিত হলে গত রবিবার (২৪ মার্চ)  তামাই শাখায় উপস্থিত হয়ে লেনদেনের সমস্ত কিছু অডিট শেষে দেখতে পান ক্যাশভোল্টে পাঁচ কোটি বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা হিসাব গড়মিল পাওয়া যায়। এসময় তামাই জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক ও অফিসারের কাছে জানতে চাইলে তারা কোন সদ উত্তর দিতে পারে না। পরে তাদের বিরুদ্ধে বেলকুচি থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
পরে রাতে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। যেহেতু বিষয়টি টাকা লেনদেনের  সেই কারনে অভিযোগ পত্রটি দুদকে পাঠানো হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে জনতা ব্যাংকের তিন কর্মকর্তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button