জাফর ইকবাল অপুঃ দিঘলিয়ায় বিএনপি নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগের ২১ জনের নাম উল্লেখ করে গত মঙ্গলবার বিএনপি কর্মী মোঃ জাহিদুল মোল্লা বাদী হয়ে দিঘলিয়া থানায় আরো একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে চলতি মাসের ৫ আগস্ট দুপুর ১২টার দিকে জাহিদুল মোল্লা দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে স্বৈরাচার, খুনি হাসিনার সরকারের পতনের এক দফা দাবি আদায়ের আন্দোলনে যোগদান করার জন্য খুলনা শিববাড়ি মোড়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। তারা চন্দনীমহল খেয়াঘাট পৌঁছালে উল্লেখিত আসামিরা উপস্থিত লোকজনের ওপর লাঠিসোটা, ইটপাটকেল, রামদা ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়। তাদের হামলায় মামলার বাদী জাহিদুল মোল্লাসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়।
উলেখ্য, গত মঙ্গলবার ২৭ আগস্ট খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে প্রধান আসামি করে ৬৮ জনের নাম উলেখ করে দিঘলিয়া থানায় অপর একটি মামলা দায়ের হয়েছে।
9