সাংবাদিক হত্যার প্রতিবাদে লামায় মানববন্ধন

মো.ইউছুপ মজুমদার এম এ, বান্দরবান।। গাজীপুরে ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার এবং সারাদেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, শোকসভা ও সমাবেশ করেছেন লামায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় লামা উপজেলা পরিষদ চত্বরের সামনে এই মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এবং যারা এসকল সন্ত্রাসীদের আশ্রয়দে তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানায় অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। বক্তব্যদেন লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন, লামা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ইউছুপ মজুমদার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৈয়ব আলী, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা সাংবাদিক ইউনিটি সভাপতি চৌধুরী মোঃ সুমন এবং এলএলবি করিম প্রমুখ।

একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়া সাংবাদিক সাগর রুনি দম্পতিসহ হত্যা, নির্যাতনের বিচার ও রাজনৈতিক হয়রানীমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানায়। একই সঙ্গে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। বক্তারা হুঁশিয়ারি দেন, এইসব হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হলে, সারাদেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন এবং নিহত সাংবাদিক তুহিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সরকারের আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জোর দাবি জানান।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button