
শান্তনা মহন্ত ,দিনাজপুর প্রতিনিধি: ঈদের আনন্দের রেশ এখনও অনুভূত হচ্ছে, এবং সেই আনন্দের স্মৃতি ধরে রাখতে দিনাজপুরে আয়োজন করা হলো সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের ঈদ পুনর্মিলনী ২০২৫। ১২ এপ্রিল, শনিবার শহরের রামনগর গোবড়া পাড়া সুইমিং পুলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর এবং প্রাণবন্ত। জেলার বিভিন্ন উপজেলা থেকে একঝাঁক কলম সৈনিকরা অংশ নেন এই আনন্দময় অনুষ্ঠানে।সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম হিরু। অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত করে তোলে বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিউর রহমান, পার্বতীপুর প্রেসক্লাবের সদস্য লিমন হায়দার, এবং দৈনিক খবর একদিন পত্রিকার সম্পাদক মোফাসিলুল মাজেদসহ বিভিন্ন সম্মানিত অতিথির উপস্থিতি।
বক্তারা অনুষ্ঠানে সংগঠনকে গতিশীল এবং সচল রাখার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “সংগঠন শুধুমাত্র গঠন করলেই চলবে না, এটি কার্যকর ও সবার মধ্যে আন্তরিকতা এবং সহযোগিতা সৃষ্টি করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” এছাড়া, বক্তারা সাংবাদিক ইউনিয়নের বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকারের কিছু স্বার্থান্বেষী ব্যক্তির মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সতর্ক থাকার কথা বলেন এবং তাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সুইমিং পুলে কিছু আনন্দঘন সময় কাটানো হয় এবং ব্যতিক্রমী আয়োজনের মধ্যে মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়। এরপর, সবাই যার যার গন্তব্যে ফিরে যান, কিন্তু স্মৃতির পাতায় রেখে যান এক আনন্দময় ঈদ পুনর্মিলনী।