নিজস্ব প্রতিবেদক: মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা দিনাজপুর। আজ বৃহস্পতিবার একদিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে সকালে দেখা গেছে সূর্য।
এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় জেলার প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন শিক্ষা কর্মকর্তা। তবে জেলার মাধ্যমিক পর্যায়ে পাঠদান চলছে।
দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমলেও সকালেই উঠেছে সূর্য। ফলে কিছুটা স্বস্তি দেখা গেছে জনজীবনে। সেই সঙ্গে ঘন কুয়াশায় প্রভাব নেই বললেই চলে। তবে দিনাজপুরে এ নিয়ে এক মাসেই ৩টি শৈত্যপ্রবাহ হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, এ তাপমাত্রা কয়েকদিন ধরে বিরাজ করবে।