জহিরুল ইসলামঃ জলবায়ু বিপর্যয় মোকাবিলা ও পরিবেশের সুরক্ষায় পটুয়াখালীতে আয়েশা হাফিজ ফাউন্ডেশনের উদ্যোগে জেলা জুড়ে সপ্তাহ ব্যাপী দুই হাজার গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে পটুয়াখালী জেলা পরিষদের শিশু পার্কে কর্মসূচির উদ্বোধন করেন ফাউন্ডেশনের কর্ণধার ও জেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মিণী আয়েশা হুমায়রা।
জেলার বেশ কয়েকটি যুব ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে দুই হাজার গাছ হস্তান্তর করা হয়েছে।
পরে এসব চারা সংগঠনের সদস্যরা জেলা জুড়ে রোপণ করবেন বলেও জানানো হয়েছে।