সংসদে একক ভাবে দলকে মাতুব্বরি করতে দেওয়া হবে না, সংখ্যানুপাতিক নির্বাচনের দাবী; পটুয়াখালীতে ভিপি নূর

পটুয়াখালী প্রতিনিধি: সদ্য নিবন্ধিত তারুণ্য নির্ভর রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, কোন দল যেন সংসদে একক ভাবে মাতুব্বরি করতে না পারে,তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবী জানাচ্ছি। ভবিষ্যতের সংসদকে কার্যকর করা, জনগণের প্রতিটি ভোটের মূল্য দেওয়ার জন্য, প্রত্যেকটি রাজনৈতিক দল, যারা যে অনুপাতে ভোট পাবে তারা সেই অনুপাতে প্রতিনিধিত্ব করবে। একদল একক ভাবে ক্ষমতায় গেলে কি হয়, সেটা আমরা গত ৫০ বছরে দেখেছি। আর কোন দলকে একক ভাবে ক্ষমতায় নিয়ে স্বৈরাচার ফ্যাসীবাদী হতে দেব না।

এসময় নুরুল হক নূর বিএনপির তীব্র সমালোচনা করে বলেন, আমরা স্বৈরাচার পতনে ৫০ টি দল যুগপৎ আন্দোলন করেছি, কিন্তু দুঃখের বিষয়, ক্ষমতায় যেতে না যেতেই বিএনপির নেতাকর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী ফ্যাসীবাদের কর্মকান্ড তাদের ফুটে উঠেছে। যদি বিএনপি উপলব্ধি করতে না পারে, তাহলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে আওয়ামী ফ্যাসিবাদী মাফিয়া দখলধার লুটেরাজ স্বৈরাচারী সরকারকে যেভাবে উৎখাত করেছে, ঠিক তেমনি ভাবেই নব্য মাফিয়া দখলধার লুটেরাজ ডাকাতদের প্রতিহত করবে।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার পরেই প্রথম দলীয় সফরে নিজ জেলা পটুয়াখালী যায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঝাউতলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নূর এসব কথা বলেন।

 

সংগঠনটির জেলা শাখর আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, হাসান আল মামুন, রবিউল হাসান, শহিদুল ইসলাম শাহ আলম শিকদার, নাহিদ হাসান, রফিকুল ইসলাম, আনিসুর রহমান মুন্না, মোহাম্মদ মাহবুবুর রহমান, হেলেনা আক্তার, এইচএম ইলিয়াস, মোঃ কামাল হোসেন, মুস্তাফিজুর রহমান ও শহিদুল ইসলাম সুমন প্রমুখ।

 

সংবর্ধনা স্থলে দুপুর থেকেই ভিড় জমাতে শুরু করে সংগঠনটির নেতাকর্মীসহ জন সাধারণ। পাশাপাশি বরিশাল, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর থেকেও নেতাকর্মীরা যোগদান করেছেন।

 

এই সফর উপলক্ষে পটুয়াখালীতে বয়ে যাচ্ছে সাজ সাজ রব। তোরন, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। আনন্দ উৎসবে দূরদূরান্ত থেকে লঞ্চ টলার ও গাড়ি নিয়ে ছুটে আসছেন নেতাকর্মীরা।

 

নিজ জেলার সন্তানদের নেতৃত্বে সর্বপ্রথম কোন পুর্নাঙ্গ রাজনৈতিক দল গঠনে আত্মতৃপ্তিতে দলমত নির্বিশেষে গণ অধিকার পরিষদের জন্য শুভকামনা জানিয়েছেন স্থানীয়রা।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button